About me.

নিন্ম মধ্যবিত্ত বাঙ্গালী মুসলিম পরিবারে জন্মেছি। ঘরের পরে মসজিদে এরপর কাজলশা ইসলামিয়া মাদ্রাসায় ইবতেদায়ি (প্রাথমিক শিক্ষা) , কাজিরবাজার মাদ্রাসায় (জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার মাদ্রাসা) পাঞ্জাম ও ছাফেলা দুওম (পঞ্চম ও সপ্তম), আঙ্গুরা মোহাম্মদপুর মাদ্রাসায় আবারো ছাফেলা দুওম কিছুদিন পড়েছি। এই সময়ে জঙ্গিবাদ খুব কাছ থেকে দেখেছি, (এর অনেক পরে দেশে আনুষ্ঠানিক জঙ্গিবাদ নিয়ে আলোচনা শুরু হয় ) এরপর ফতেহপুর মাদ্রসায় (জামেয়া রাহমানিয়া তায়িদুল ইসলাম কামিল মাদ্রাসা) সপ্তম থেকে দাখিল শ্রেণী পর্যন্ত বিজ্ঞান বিভাগে পড়েছি। সিলেট সরকারি কলেজে ডাক্তার হবার অসম্ভব স্বপ্ন নিয়ে বিজ্ঞান বিভাগে একবছর পড়ে , অসমাপ্ত রেখেই সিলেট পলিটেকনিক ইন্সটিটিউট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। সেই একই সময়ে আরও সামনে যাবার রিকগনাইজড হবার লোভে এমসি কলেজ থেকে ইন্টারমিডিয়েট শেষ করে ইংরেজীতে অনার্স দুই বছর পড়ে তৃতীয় বর্ষের মাঝামাঝি সময়ে দেশ ছেড়েছি পড়ার নাম করে।

ধর্ম-কর্মের ভেতর দিয়ে বেড়ে উঠেছি, অভাব আমায় না দমিয়ে সাহসী করেছে। প্রশ্ন করেছি হরদম, সব কিছুকে। কিন্তু আমার সাহসের প্রকাশ ঘটাতে বা বিকাশে যথেষ্ট পরিমান জ্ঞান বা সাহস ছিলোনা তাই আমার ছিলো নিঃশব্দ আওয়াজ।

ছোটবেলা থেকেই পার্শ্ববর্তী মেডিকেল কলেজের সহিংস রাজনীতি দেখেছি, শিবিরের রগ কাটার কথা শুনে অভ্যস্ত ছিলাম। ফুলকুড়িতে যুক্ত ছিলাম, ছাত্র মজলিস কাছ থেকে দেখেছি, শিবির করেছি, ছাত্র ফ্রন্টে ও ছাত্র মৈত্রির ভাব ধারায় মুগ্ধ ছিলাম, বছর দুয়েক বিপ্লবীর জীবন যাপন করার চেষ্টা করেছি, শেষতক ছাত্রলীগের সাথে কয়েক বছর কাটিয়েছি।

সিলেট, যমুনা ও ঢাকা ক্যান্টনমেন্টে সিভিল ইঞ্জিনিয়ারিং এর কাজ করেছি।

পড়ার নেশা আছে, সিনেমা নির্মানের আশা রাখি, স্বপ্ন দেখি সব মানুষের এক সমাজ। 

আমি একজন সন্দেহবাদী মানুষ। ধর্মের নামে যা কিছুর সাথে আমি পরিচিত তা আমাকে ভীত করে তুলে। আমি প্রশ্নের বোঝা বয়ে বেড়াই যা আমাকে দেয়া বিশ্বাসগুলোকে যুক্তির খড়গে লুটিয়ে যায়, তাই শত চেষ্টাতেও আমাকে বিশ্বাসী করা যায়নি।

ব্যাক্তির প্রতি আমার কোন রোষ নেই, ভুল বিশ্বাসকে চ্যালেঞ্জ করার আর সত্য জানার আছে এক অবিরাম মিশন...

বেঁচে থাকবো, প্রশ্ন করবো আবারো বেঁচে থাকবো...

I am a man with guts to ask the question, no fear stops me to dare to ask any question raise into my mind towards religion, society, popular belief. My journey to being a rational mind firmly guided me to be an atheist. I don’t keep any grudge or irrational ego towards ego when it comes to hammering down irrational practice, belief. My motto is “Know thyself and build thyself” and I think I can only do that by asking, challenging myself and my surroundings.


I was born in a lower middle-class Bengali Muslim family. I started my learning journey with home-schooling, needless to say at that stage home-schooling means religious study at first then comes alphabets & numbers, then our local mosque for Quranic recitation than subsequently ended up at Kajalshah Islamia madrasah (An Islamic School) for primary education. For my secondary level education or I should say for high schooling I went to Kazirbazar madrasah (Jameya Madaniya Islamiya) but just managed to stay there for just 2 years than my father chooses a remote area (Angora Muhammadpur Madrasha) for my education where Islamic education provided exclusively and everyone monitored closely to follow Islamic rules. It was like a boarding school but in reality more likely a prison. In my time in Kazirbazar & Angura Muhammadpur I was witnessed sexual, Physical & mental abuse to very poor minors, military-style training, uses of underage or minors for political rallies; interestingly after many years later Islamic militancy able to bring attention from ordinary peoples. I was managed to leave Angura Muhammadpur with the blame of disobedience.
I completed my Dakhil (equivalent of Secondary School Certificate Exam) exam with Science Category from Fatehpur Madrasha (Jameya Rahmaniya Tayidul Islam Kamil Madrsha). At last, I have managed to leave Madrasha after a decade-long struggle and got admitted into Sylhet Government College in Science category with quite an impossible dream of becoming a doctor one day but for a madrasah student, it was a real nightmare back in 2001/2002. I had to leave my college and get admitted into Sylhet Polytechnic Institute and completed a Diploma in Civil Engineering. I was never stopped myself to see big dreams and challenge myself, proving myself therefor participate in HSC Exam privately and got admitted into National University to study English language and literature and had to leave my country without finishing my BA(Hons) in English language and literature.

In my childhood I was an active member of Fulkuri, I got chance to see closely Chatra Majlis, I have tried to be a good member of Chatra Shibir, I was fascinated by Chtrafront and Chtra Moitree. I have tried to live a life of true leftist for almost two years. I have been an active member of Chatra League, Sylhet Polytechnic Branch for a couple of years.
I worked as a project manager at Sylhet & Jamuna cantonment.
I see a dream of a society for all; wish to make cinemas as ordinary people’s voice and I love reading.

No comments:

Post a Comment